‘শাড়ি কা ফলস সা’ গানে জমিয়ে নাচ বিরাট-সোনাক্ষীর

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ এএম


‘শাড়ি কা ফলস সা’ গানে জমিয়ে নাচ বিরাট-সোনাক্ষীর

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও সোনাক্ষী সিনহার নাচের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বিয়ের একটি আসরে জুটিয়ে নেচেছিলেন তারা। 

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে শাড়ি কা ফলস সা গানে জমিয়ে নাচছিলেন তারা।  

ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে ভিডিওটি ২০১৬ সালের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হচ্ছে- রোহিত শর্মার বিয়ের রিসেপশনে এভাবে নেচেছিলেন কোহলি ও সোনাক্ষী।    

এনএফ

Link copied