রাহুল-প্রীতির ডিভোর্সের দায়িত্ব নিয়েছেন সৌরভ!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম


রাহুল-প্রীতির ডিভোর্সের দায়িত্ব নিয়েছেন সৌরভ!

ভারতের পশ্চিমবঙ্গের টেলিপাড়ায় কয়েক দিন ধরেই চলছে নতুন গসিপ। টেলিপাড়ার অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে- এ নিয়ে চলছে তুমুল আলোচনা।  

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে করে আবার নতুন করে শুরু হয়েছে আলোচনা। 

এই ভিডিওতে দেখা যাচ্ছে- রাহুল-প্রীতির ডিভোর্সে অনন্য ভূমিকায় রয়েছেন সৌরভ এবং বনি। দুজনে পাশাপাশি বসেই নিজেদের ডিভোর্স নিয়ে আলোচনা করছেন। হাসতে হাসতে প্রীতি বলে উঠলেন, আমরা দুজন ডিভোর্স নেব, সেটা কিভাবে নেব, কীরকম কী হবে তা দেখবে সৌরভ। সৌরভ তখন বলেন- পাকা দেখার বদলে আমি ওদের ডিভোর্স করাব। খাওয়াদাওয়াও জম্পেশ থাকবে।  

এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের অনেকের মনে প্রশ্ন জেগেছে -আসলেও কি ডিভোর্স হচ্ছে রাহুল-প্রীতির? 

এদিকে নিজেদের অনেক ছবিই ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন প্রীতি। কিন্তু এ প্রসঙ্গে একেবারেই মুখ খোলেননি তিনি।  

এই দম্পতির মাঝে তৃতীয় কেউ ঢুকে পড়েছে এমন খবর ঘুরলেও সে বিষয়ে কিছু বলতে নারাজ প্রীতি। শুধু শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে এখনও ক্রিকেট লীগ নিয়ে ব্যস্ত রাহুল।  

এনএফ

Link copied