মোহনীয় রূপে কৌশানী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ মার্চ ২০২৩, ০৮:৫০ এএম


মোহনীয় রূপে কৌশানী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। প্রতিনিয়তই খবরের শিরোনাম হন আলোচনা সমালোচনায়। তবে এবার ভিন্ন কারণে ঠাঁই পেয়েছেন খবরের পাতায়। ইনস্টাগ্রামে সাদা শার্ট পরে শেয়ার করা একটি নিয়ে হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে।  

অভিনেত্রীর কানে পরা মুক্তোর দুলটি অনুগামীদের বিশেষ নজর আকর্ষণ করছে। ছবিগুলো লাইক করেছেন ভক্তরা। 

dhakapost

অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, ইনস্টাগ্রামে তাকে ২.১ মিলিয়ন মানুষ অনুসরণ করে।

dhakapost

হালকা গোলাপি রঙের লিপস্টিকে কৌশানীর ঠোঁট আরও সুন্দর হয়ে উঠেছে, তার গ্ল্যামারে মুগ্ধ হয়ে উঠেছেন অনেকেই। 

dhakapost

নিজেকে সুন্দর দেখাতে তিনি কী করেননি বলুন, ডিপ মেকআপ করেছেন, চোখে দিয়েছেন মোটা করে কাজলও।সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা যাওয়া অভিনেত্রীর, সেখানেই তিনি নিজের নানান লুকের ছবি শেয়ার করে থাকেন।

এসকেডি

Link copied