বিয়ের আগেই কেন ভেঙেছিল রুদ্রনীল-তনুশ্রীর সম্পর্ক?

তারকাদের সম্পর্ক ভাঙা-গড়ার খবর প্রায়ই শোনা যায়। এ বিষয়ে কৌতূহল থাকে ভক্তদের মনেও। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সবার। এরকমই এক চর্চিত জুটি হলেন রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়।
২০১৭ সাল থেকে সম্পর্কে ছিলেন রুদ্রনীল ও তনুশ্রী। সবাই ভেবেছিলেন বিয়ে করবেন তারা। কিন্তু সে সম্পর্ক আর এগোয়নি। বিভিন্ন সাক্ষাৎকারে তারা স্বীকার করেন, দুজনে খুব ভালো বন্ধু। তবে শেষ পর্যন্ত দু'জনেই পিছিয়ে আসেন।
এই জুটির বিচ্ছেদ নিয়ে একটি গুজবও রয়েছে। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, বেডরুম সিনেমায় অভিনয়ের সময় অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠটা ও প্রেমের দৃশ্য ভালোভাবে মেনে নেননি তনুশ্রী।
এর আগে এক সাক্ষাৎকারে তনুশ্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেছিলেন, আমরা ভালো বন্ধু ছিলাম, তবে বন্ধুত্বকে অন্য আকার দিতে গিয়ে দেখলাম স্বামী-স্ত্রী হয়ে গেলে অনেক কিছু বাধো বাধো ঠেকবে। বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়। তাই আলাদা হয়ে গেলাম। যদিও এই নিয়ে তনুশ্রীকে প্রশ্ন করা হলে, এড়িয়ে যান তিনি।
রুদ্রনীলের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু মাস আগে নুসরত জাহানের টক শোতে এসে তনুশ্রী স্বীকার করেন, বিবাহিত পুরুষের সঙ্গেও ডেট করেছেন তিনি। এছাড়া রুদ্রর সঙ্গে প্রেম ভাঙার পর, ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে তনুশ্রীর প্রেম টলিপাড়ার এক প্রকার ওপেন সিক্রেট। যদিও সে সম্পর্কও বিচ্ছেদ হয়েছে বলে খবর খবর বেরিয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন রুদ্রনীল-তনুশ্রী দুজনেই। রুদ্রনীল প্রার্থী হয়েছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে। অন্যদিকে শ্যামপুর থেকে ভোটে লড়েছিলেন তনুশ্রী। তবে জিততে পারেননি দুজনের কেউই। এরপর রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন তনুশ্রী, তবে রুদ্রনীল এখনও বিজেপি নেতা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীমন্ত সেনগুপ্তর সিনেমা ‘আবার বছর কুড়ি পড়ে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে।
কেএ