স্বামীর প্রথম জন্মদিনে যে পরিকল্পনা করলেন রূপসা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ মার্চ ২০২৩, ০৮:১০ এএম


স্বামীর প্রথম জন্মদিনে যে পরিকল্পনা করলেন রূপসা

বিয়ের পর শুক্রবার (১০ মার্চ) স্বামী সায়নদীপ সরকারের প্রথম জন্মদিন। আবার একই দিনে শাশুড়িরও জন্মদিন। চলতি বছরের ভালোবাসা দিবসে আংটিবদল আর রেজিস্ট্রি সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়। শুটিং থাকায় তেমন কোনো পরিকল্পনা করে উঠতে পারেননি তিনি। এ বিশেষ দিনটি কিভাবে সাজালেন রূপসা?

রূপসার কথায়, শুধু সায়নদীপের নয়, আমার শাশুড়িরও জন্মদিন একই তারিখে। আর এ দিনেই শুট আমার পড়েছে। সঙ্গে রাতে একটা শো-ও থাকার কথা। তাই বিশেষ কিছু পরিকল্পনা করতে পারিনি। তবে মধ্যরাতে আমি ঘর সাজিয়েছিলাম। কেক এনেছিলাম। ওরা তো ভাবতেই পারেনি। আমার পরিকল্পনা দেখে চমকে গিয়েছিল তারা। ইচ্ছা আছে আমি আর সায়নদীপ হয়তো আগামীকাল (শনিবার) কোনো ক্রুজে নৈশভোজে যাব। দেখা যাক।

 
 
 
 
 

রূপসা এবং সায়নদীপের সম্পর্কটা খুব স্বল্প সময়ের মধ্যেই গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। অ্যানগেজমেন্টের দিন সাদা গাউনে সেজেছিলেন তিনি। গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল তাদের ‘অ্যানগেজমেন্ট পার্টি।’

এফকে

Link copied