মেয়েকে নিয়ে প্যারাসুটে উড়াল দিলেন বাঁধন

বেশ ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। অনেকদিন পর আবারও সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত হয়েছেন তিনি। এরমধ্যেই খানিকটা অবসর পেলেন এই তারকা।
অবসরে মেয়েকে নিয়ে ঘুরতে গেলেন কক্সবাজার। সেখানে সমূদ্র সৈকতে সন্তানকে নিয়ে দারুণ সময় পার করছেন বাঁধন। সামাজিক মাধ্যমে সেই ছবিও প্রকাশ করেছেন।
কক্সবাজারে ইনানি যাওয়ার সময় একপাশে প্যারাসুটে আকাশে উড়াল দিয়েছেন বাঁধন ও তার ৯ বছরের মেয়ে সায়রা। রক্তচাপ পরীক্ষার পর লাইফ জ্যাকেট পরানো হয় সায়রাকে। এরপর কোমরে বেঁধে দেওয়া হলো বিভিন্ন রঙের বিশাল প্যারাস্যুটের বেল্ট। স্পিডবোট চলার সঙ্গে আকাশে উড়াল দেয় সায়রা। তার সঙ্গে ছিলেন একজন সহযোগী।
তবে মেয়ের আগে উড়াল দিয়েছেন লাক্স তারকা বাঁধন। মাকে দেখে সাহস পায় মেয়ে। এত ছোট বয়সে এমন অ্যাডেভেঞ্চারে বেশ আনন্দিত সায়রা। বাঁধন জানান, সায়রা বেশ সাহসী। মেয়েকে নিয়ে এমন রোমাঞ্চকর ভ্রমণ বেশ উপভোগ করছেন তিনি।
২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় বাঁধনের। এরপর মেয়েকে নিয়ে একাই থাকছেন তিনি। ছোট সায়রাকে নিজের মতো গড়ে তুলছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাঁধন। প্রথমবার ওপার বাংলার কোনও কাজে দেখা যাবে তাকে। ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ শিরোনামে সিরিজটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।
এমআরএম