রানা আসছেন নতুন গান নিয়ে

আসছে পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে কয়েকটি নতুন গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ্যাত এইচ এম রানা। সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশে ফিরেই এ গানগুলোর কাজ শুরু করেছেন তিনি।
এরই মধ্যে দর্শক-শ্রোতাদের জন্য ‘চিচিং ফাক’ নামে ভিন্নধর্মী একটি গান তৈরি করেছেন রানা। তিনি জানান, গানটির টাইটেল থেকে শুরু করে কথা, সুর এবং কম্পোজিশনে রয়েছে ভিন্নতা, যা এর আগে কোনো গানে হয়নি।
রানা বলেন, ‘সবাই তো বৈশাখ উপলক্ষে বৈশাখের বন্দনা করে। কিন্তু আমি চেয়েছি তা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে। যারা ওয়েস্টার্ন সংস্কৃতিকে লালন করতে গিয়ে নিজেদের সংস্কৃতিকে একদমই ভুলে যান, সেই সঙ্গে আমরা যে প্রতিদিনই ইন্টারনেটের নানান অপব্যবহারের মাধ্যমে পরিবার, সমাজ, বন্ধু-বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এ বিষয়গুলো গানটিতে তুলে ধরেছি।’
গানটির কথা, সুর করেছেন রানা নিজেই। সংগীতায়োজন করেছেন সালমান জোবায়েদ। গানটির শুরুর কয়েকটি লাইন-‘আমি মাছ খাই না, ভাত খাই না, খাই যে ফ্রাইড রাইছ/আমি মাওয়া যাই ইলিশ খাইতে ব্যাপারটা কি নাইস/আমি কথায় কথায় বাংলিশ বলি নামে বাঙালি, কাম নাই দাম নাই হুদাই আমার জীবন কাঙালি’।
রানা জানান, খুব শিগগিরই গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করবেন তিনি। ডিজে রাহাতের সংগীতায়োজনে ‘সুখের কারণ’ নামে আরও একটি ভিডিওর কাজও ধরবেন তিনি। এছাড়া কিছু নাটকের টাইটেল সং গাওয়াসহ একাধিক নাটকে অভিনয়ও করতে দেখা যাবে রানাকে। এর আগে রানার গাওয়া ‘ভালোবাসিনি’ এবং ‘পাপা চিক চিক’ বেশ জনপ্রিয়তা পায়।
আরআইজে/এমএমজে