রমজানজুড়ে তিন চ্যানেলে আরজে টুটুল

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ মার্চ ২০২৩, ০৬:৪৭ পিএম


রমজানজুড়ে তিন চ্যানেলে আরজে টুটুল

পবিত্র রমজান মাসে বৈচিত্র্যময় উপস্থাপনা নিয়ে দেশের বেসরকারি তিন টিভি চ্যানেলে নিয়মিত থাকছেন আরজে টুটুল।

এইচ এম বরকতুল্লাহর পরিচালনায় মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’র ইসলামিক জ্ঞান এবং কুইজ পর্বের উপস্থাপনা নিয়ে থাকছেন বৈশাখী টিভির পর্দায় প্রতিদিন বিকেল সাড়ে ৫টায়।

অন্য দিকে আমিরুল মোমেনিন মানিকের পরিকল্পনায় ‘রুহ আফজার গল্প’ নিয়ে থাকছেন এসএ টিভির পর্দায় প্রতিদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে।

এছাড়া জিটিভির পর্দায় সোহেল রানার প্রযোজনায় ‘ইফতার বাজার’ নিয়েও থাকছেন শ্রোতা নন্দিত কথাবন্ধু জহিরুল ইসলাম টুটুল।

Link copied