জয়া-স্বস্তিকার ফ্রেমবন্দি উষ্ণতা!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ এপ্রিল ২০২৩, ০৮:০৮ এএম


জয়া-স্বস্তিকার ফ্রেমবন্দি উষ্ণতা!

দুই বাংলার দর্শকপ্রিয় দুই নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় ও জয়া আহসান। তারা রূপে যেমন সুন্দর, তেমনি অভিনয়েও সুনিপুণ। এই দুই অভিনেত্রী একই রঙের পোশাকে একসঙ্গে পোজ দিলেন ক্যামেরার সামনে। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।

‘শ্রীমতী’ হয়ে বাংলার দর্শকদের মন জয় করেছেন স্বস্তিকা। আবার বলিউডেও তার অবাধ বিচরণ। অন্যদিকে, এপার বাংলার পাশাপাশি ওপার বাংলারও মন জয় করে নিয়েছেন জয়া। ‘বিনিসুতোয়’ বাঁধা তার ভালোবাসা। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদমাধ্যমের জন্যই এক ফ্রেমে ধরা দিয়েছেন দুই অভিনেত্রী।

ছবি শেয়ার করে জয়া লেখেন, ‌‘এ যেন সত্যিই সংস্কৃতির মেলবন্ধন।’ জানান ফটোশুটের প্রতিটা মূহূর্ত তিনি কতটা উপভোগ করেছেন। এর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদও দেন অভিনেত্রী। স্বস্তিকার কাজ তাকে কতটা অনুপ্রাণিত করে তাও ক্যাপশনে জানিয়েছেন জয়া। প্রতিটি শব্দে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস।

দুই নায়িকাকে একই ফ্রেমে দেখে মুগ্ধ অনুরাগীরাও। অনেকেই আগুনের ইমোজি দিয়ে মুগ্ধতা করেছেন। অনেকে আবার ভালোবাসার ইমোজি আবেগ প্রকাশের জন্য ব্যবহার করেছেন। ‘দুই বাংলার অন্যতম সেরা অভিনেত্রী’, এমন কথাও লেখা হয়েছে কমেন্টবক্সে।

এমএ

Link copied