সামাজিক মাধ্যমে বিয়ের আভাস দিলেন রিমঝিম!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৩, ০৭:২৩ এএম


সামাজিক মাধ্যমে বিয়ের আভাস দিলেন রিমঝিম!

সামাজিক মাধ্যমে বিয়ের আভাস দিয়েছেন অভিনেত্রী রিমঝিম মিত্র। কপালে সিঁদুর, চন্দনের সাজ, মাথায় ওড়না আর খোঁপায় ফুল, লাল টুকটুকে বেনারসি পরা ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘নতুন জীবন শুরু করেছেন’। যদিও কার সঙ্গে কবে হলো বিয়ে, তা প্রকাশ করেননি অভিনেত্রী। 

অভিনেত্রীর পোস্টে কমেন্ট করে ভরে ফেলেন অনুরাগীরা। অনেকে বিয়ের শুভেচ্ছা জানান রিমঝিমকে।

এ বিষয়ে গণমাধ্যমকে রিমঝিম বলেন, ‘নাহ! সবাই এপ্রিল ফুল হয়েছে। আসলে আমি একেবারে সিঙ্গেল জ্বলজ্বল করছি।’ তবে সত্যি বিয়ের সানাইটা বাজছে কবে? এমন প্রশ্নের জবাবে রিমঝিম বলেন, ‘এখনই না, তবে তেমন কাউকে পেলে কে বলতে পারে, করতেও পারি।’ 

কেন এখন বিয়ে করতে চাইছেন না- জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে ৭-৮ বছরের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ভেঙে যায়। তার পর থেকে সিঙ্গেল। একটা সম্পর্ক মানে তো সময়ের চেয়েও বেশি আবেগ জড়িয়ে।’ 

অভিনেত্রী জানান, তার প্রাক্তন প্রেমিকের স্থায়ী সম্পর্কে আপত্তি ছিল। সেই কারণে ভেঙে যায় এত বছরের সম্পর্ক। 

এমএ

Link copied