অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন ঋত্বিকা সেন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ এপ্রিল ২০২৩, ০৮:৫১ এএম


অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন ঋত্বিকা সেন

অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন টালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছেন।

রোববার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঋত্বিকা লেখেন, ‘আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই। গত সপ্তাহ থেকেই বুকে কফ রয়েছে, কাশি হচ্ছে, প্রবল ক্লান্তি রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখালাম। বললেন ইনফেকশন হয়েছে।’

এখন কেমন আছেন। তাও এই ইনস্টা স্টোরিতে জানিয়েছেন ঋত্বিকা। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, ডাক্তার প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরা।

এমএ

Link copied