আইপিএলে ধরাশায়ী বাংলা সিরিয়ালের টিআরপি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৩, ০৭:৩৫ এএম


আইপিএলে ধরাশায়ী বাংলা সিরিয়ালের টিআরপি

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম সপ্তাহেই বড়সড় প্রভাব পড়েছে টেলিভিশন রেটিং পয়েন্টে (টিআরপি)। শেষ কয়েক সপ্তাহে ভারতে টিআরপিতে প্রথম স্থানে ছিল সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে নম্বর কমলো অনেকটাই। এত দিন টানা দ্বিতীয় স্থানে দেখা গিয়েছে জগদ্ধাত্রীকে। তবে এ সপ্তাহে ঘটল অনেকটাই অদলবদল। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রকাশিত ফলে দেখা গেছে, ৮.০ নম্বর পেয়ে প্রথম স্থানে দুই সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানেও রয়েছে দুই সিরিয়াল। ‘গৌরী এল’, ‘নিম ফুলের মধু’ দুই সিরিয়ালই পেয়েছে ৭.২।

‘খেলনা বাড়ি’ সিরিয়ালে নাটকীয় মোড়। মা হয়েছে মিতুল আর বাবা হয়েছে ইন্দ্র। সন্তান আসার পর আরও এক ঝড় আসতে চলেছে তাদের জীবনে। 

আইপিএল ঝড়ে যখন সারা শহর ব্যস্ত, তখনও দর্শক মনে মিতুলকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। ৬.৭ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। 

এদিকে চতুর্থ নম্বরে উঠে এসেছে ‘রাঙা বউ’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.২। আর পঞ্চম স্থানে রয়েছে ‘পঞ্চমী’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১।

কেএ

Link copied