২ বছর আগেও ভাবিনি বড় পর্দায় নাচব : রাজনন্দিনী

ভারতীয় বাংলার ইন্ডাস্ট্রিতে রাজনন্দিনী পালের যাত্রাটা শুরু হয়েছিল কিছুটা অন্যভাবে। সাধারণত ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য নতুন অভিনেত্রীরা বেছে নেন বাণিজ্যিক সিনেমা। কিন্তু রাজনন্দিনী বেছে নিয়েছিলেন ‘উড়নচণ্ডী’। তার পর তাকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক যে ছিল রাজা’ সিনেমাতে। কিন্তু ক্যারিয়ারে এ মুহূর্তে বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করতে চাইছেন এ অভিনেত্রী।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ছিল রাজনন্দিনীর মা অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর জন্মদিন। এ জন্মদিনের প্রসঙ্গে রাজনন্দিনী বলেন, ‘মায়ের শুটিং ছিল। তারপর বাড়ি ফিরে সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করলাম।’
এ মুহূর্তে অতীতের একাধিক কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে বলে তিনি বলেন, ‘বেশ কিছু সিনেমার অল্পবিস্তর কাজ বাকি আছে। সেগুলোই এখন শেষ করছি। এছাড়া আগামী মাস থেকেই শুরু করব নতুন ওয়েব সিরিজের কাজ।’
বিগত কয়েক বছরে ধীরে ধীরে বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন রাজনন্দিনী। গত বছর ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ বাণিজ্যিক সিনেমার দিকে কেন ঝুঁকছেন প্রসঙ্গে তিনি বললেন, ‘ক্যারিয়ারের শুরুতেই যেহেতু একটু সিরিয়াস চরিত্র বেছে নিয়েছিলাম, তাই অনেকেই ভাবেন যে, আমি হয়তো অন্য সিনেমাতে স্বচ্ছন্দ নই। তাছাড়া অনুরাগীদের তরফেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার বাণিজ্যিক সিনেমা করার অনুরোধ আসে।’
অভিনেত্রী বলেন, ‘আমি বেছে বেছে কাজ করতেই পছন্দ করি। মাঝে করোনার কারণে দুই বছর নষ্ট হয়েছে। অনেকগুলো কাজ অর্ধেক হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। তাই কাজের গতি বাড়াতে চাই।’
এফকে