রচনার দুর্বলতা কিসে?

টলিউডের ‘চিরসবুজ’ খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ক্যারিয়ারের প্রায় ৩০ বছর পরে আজও তার নাম শুনলে গ্ল্যামারাস একটি মুখ ভেসে ওঠে। এখন আর বড় পর্দায় নিয়মিত নন এই নায়িকা।
সিনেমার ব্যস্ততাকে বিদায় জানিয়ে এখন টিভি পর্দায় ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। 'দিদি নম্বর ওয়ান' শো দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘দিদি নম্বর ওয়ান’ রিয়ালিটি শো রচনার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। পুরো পশ্চিমবঙ্গ থেকে দিদিরা এই শোতে অংশ নেন।
সম্প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন রচনা। যেখানে দেখা যাচ্ছে, সামনের প্লেটে সাজানো রয়েছে মিষ্টি জাতীয় খাবার। সামনে বসে রয়েছেন তিনি।
ছবির ওপরে তিনি লিখেছেন, 'সুইট! মাই ওনলি উইক পয়েন্ট।' মানে মিষ্টি খেতে ভালোবাসেন অভিনেত্রী। আর সেটাই তার একমাত্র দুর্বলতা।
খেতে বেশ ভালোবাসেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে বাইরের খাবার বেশিরভাগ সময় এড়িয়ে চলেন তিনি। শুটিংয়ে বাড়ির হালকা রান্না, শাকসবজি, ফল খেতে ভালোবাসেন। কিন্তু মেনুতে মিষ্টি থাকলে তা আর কন্ট্রোল করতে পারেন না। ডায়েট ভুলে খেয়ে ফেলেন তিনি।
উল্লেখ্য, রচনা বন্দ্যোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছিল ‘বৌদি.কম’ সিনেমায়। এরপর থেকে ‘দিদি নম্বর ওয়ান’ শো দিয়ে ছোট পর্দায় তিনি ব্যস্ত রয়েছেন।
এমআরএম/এমএমজে