বাবা হারালেন তাহসান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৩, ০৯:৩৪ এএম


বাবা হারালেন তাহসান

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান গণমাধ্যমকে বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। ওনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।

দীর্ঘদিন ধরেই সানাউর রহমান খান অসুস্থ ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নেওয়া হয়।

জেডএস

Link copied