গ্যাংটকে রহস্য সমাধানে পরমব্রত

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল ২০২৩, ০১:৪৮ পিএম


গ্যাংটকে রহস্য সমাধানে পরমব্রত

মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’ এর টিজার। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সৌরসেনী মৈত্র।

আবারো পর্দায় ফেলুদা চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। টিজারে যেমন ধরা পড়েছে পাহাড়ি সৌন্দর্য, তেমনই সেখানে দানা বেঁধেছে রহস্য। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ও ঋত্বিক। 

ওয়েব সিরিজে পাহাড়ি সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শীতের পাহাড়ে রহস্যের জট খুলবে জি ফাইভের এর পর্দায়। 

‘সাবাশ ফেলুদা’-এ তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রতকে। পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, ‘এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের লেখা কোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে। সেটাই এই সিরিজের অন্যতম আকর্ষণ।’

এই প্রথমবার ফেলুদা নিয়ে কাজ করছেন অরিন্দম শীল। তার ব্যোমকেশ সিরিজ ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

বাংলা নববর্ষে মুক্তি পেয়েছে এই টিজার। পুরো সিরিজে ফেলুদার গ্যাংটকের রহস্যের জট খুলতে তার সফরসঙ্গী হওয়ার অপেক্ষায় দর্শকরা।

Link copied