পুরোনো ছবি পোস্ট করে কটাক্ষের মুখে অভিনেত্রী

তারকারা সর্বদা থাকেন সমালোচকদের নিশানায়। পান থেকে চুন খসলেই হলো, ব্যস ধেয়ে আসে কটাক্ষ। এর ব্যতিক্রম ঘটল না কলকাতার ছোট পর্দার অভিনেত্রী মিশমি দাসের বেলাতেও। এই প্রচণ্ড গরমে যখন নাভিশ্বাস চরমে তখন একটু সমুদ্র বাতাস গায়ে মাখতে নস্টালজিয়ায় অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে পুরোনো ছবি ভাগ করে নিতেই কটাক্ষের মুখে মিশমি।
এমনিতেই ধারাবাহিকে অভিনয় করলে ছুটি পাওয়া কঠিন। তাই তো মনে মনে নিজেকে উড়িয়ে নিয়ে গেলেন গোয়ার সমুদ্র সৈকতে। নায়িকা পোস্ট করলেন সেখানকার সূর্যাস্তের ছবি। দিগন্তবিস্তৃত সমুদ্র মিশেছে আকাশের সঙ্গে। সূর্য তখন অস্ত যাচ্ছে। আর সামনে বালিতে বসে মিশমি। পরনে কমলা রঙের বিকিনি।
গোয়া ভ্রমণের এই পুরোনো ছবি পোস্ট করতে না করতেই নানা ধরনের মন্তব্যে জর্জরিত নায়িকা। এর আগেও বিভিন্ন সময় কটূক্তি শুনতে হয়েছে তাকে। এক্ষেত্রেও তার অন্যথা হল না।
কেউ লিখেছেন, ‘বাবা! মেয়ে তো নয়, প্যাকাটি।’ আবার কারো মন্তব্য, ‘এমন চেহারায় কেউ বিকিনি আবার পরে নাকি?’ এসব মন্তব্যের কোনো উত্তর দেননি মিশমি। এ প্রসঙ্গে অবশ্য একবার মিশমিই বলেছিলেন, ‘এসব কথায় আমি সত্যিই কোনো পাত্তা দিই না। শুনতে তো বিরক্ত লাগে। তবে মন্তব্য যত না পড়া যায়, তত ভালো। কেউ রোগা হলেও দর্শকের সমস্যা। আবার মোটা হলেও তারা ট্রোল করতে ছাড়েন না। তাই এগুলো নিয়ে যত মাথা ঘামাব, তত বিরক্ত লাগবে।’
এই মুহূর্তে হাতে থাকা কাজ নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল শেষ হওয়ার পর খুব বেশি দিন বিরতি নেননি মিশমি। তারপরেই শুরু করেন ‘খেলনা বাড়ি’ সিরিয়াল। এতে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি।