শাহরুখকন্যা সুহানার মুখে আপত্তিকর শব্দ!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২৩, ০৭:০০ পিএম


শাহরুখকন্যা সুহানার মুখে আপত্তিকর শব্দ!

এখনো বলিউডে পা রাখেননি। তারপরও সর্বদা থাকেন লাইমলাইটে। বাবা বলিউড বাদশা শাহরুখ খান, তাই হয়তো সহজেই সংবাদের শিরোনামে উঠে আসে কন্যা সুহানা খানের নাম। তবে এবার উঠে এল ভিন্ন একটি কারণে। শাহরুখকন্যা সুহানার মুখে নাকি শোনা গেছে আপত্তিকর শব্দ!

রবিবার (১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ ছিল। দলের ম্যাচ দেখতে ভাই আব্রামকে নিয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন সুহানা। উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান আউট হওয়ার পরই ক্যামেরা যায় সুহানার দিকে।

ভিডিওতে শাহরুখকন্যার মুখের অঙ্গভঙ্গি দেখে প্রশ্ন ওঠে। আবেগের বশে কি অশ্লীল শব্দ বেরিয়ে গেল তার মুখ দিয়ে? ভিডিও আপলোড করে একই প্রশ্ন সংবাদসংস্থা রেডিটের। যদিও এ প্রশ্নের উত্তর মেলেনি।

বলিউড কিং খানের মেয়ে। তাই সিনেমা যে সুহানার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে, তা বলাই বাহুল্য। মনে করা হয়েছিল, শাহরুখের মেয়ের বলিউড অভিষেক হয়তো করণ জোহরের হাত ধরেই হবে। কিন্তু সিনেমার জগতে সুহানার সফর শুরু হচ্ছে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে।

Link copied