প্রকাশ পেল বিপ্লব-কোনালের ‘সারা জীবন’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল ২০২৩, ০৮:২৬ এএম


প্রকাশ পেল বিপ্লব-কোনালের ‘সারা জীবন’

ঈদ উপলক্ষ্যে নতুন গানচিত্র নিয়ে হাজির হয়েছেন ফ্যাশন ডিজাইনার ও পোশাক ব্র্যান্ড বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। গানের শিরোনাম ‘সারা জীবন’। এটির কথা লিখেছেন অনুরূপ আইচ। সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। গানটির রেকর্ডিং হয়েছে তানপুরা বাই জিয়াউল হাসান পিয়াল স্টুডিওতে।

রোমান্টিক এই গানচিত্রে অংশ নিয়েছেন নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবং কলকাতার মডেল ও অভিনেতা গাজী আবদুন নূর।

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘ঈদের খুশি ভাগ করে নিতে এই গান নিয়ে হাজির হয়েছি। আমার সহশিল্পী কোনালসহ এ গান সৃষ্টির সঙ্গে যারা জড়িত, সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল। গানটি শ্রোতাদের ভালো লাগলেই আমরা সফল হব।’

কোনাল বলেন, ‘বিপ্লবদা আমাদের ভীষণ প্রিয় মানুষ। তার স্নেহ, আদর, ভালোবাসা আমরা সব সময় পাই। তাই তিনি যখন গানের কথা বলেন, তখন আমরাও সাড়া দিই তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায়। দাদার ডিজাইনগুলো তো আমরা পছন্দ করেছি বহু দিন ধরে। এখন দাদা ভালোবাসা দিয়ে গান করছেন, আশা করছি সেটাও আপনারা ভালোবাসবেন।’

গানচিত্রটি বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত ১৭ এপ্রিল প্রকাশ পেয়েছে।

Link copied