এবার আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩, ০৭:৫৭ এএম


এবার আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

ফাইল ছবি

বাবার মতো ছেলেও হয়তো নায়ক হবেন, অনেকে হয়তো এমন ভেবেছিলেন। কিন্তু শাহরুখের ছেলে আরিয়ানের মগজে অভিনয় ছাড়া অন্য পরিকল্পনা। প্রথমে অবশ্য পরিচালনায় আসবেন ঠিক করেছিলেন। তবে সে পরিকল্পনা আপাতত বাদ। তারপর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্যান্ড খুলেছেন আরিয়ান। আর এবার সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ড্য়াভোল ডট এক্স। সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারেও নামলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও।

মাদককাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

অন্যদিকে, বিদেশের এক জনপ্রিয় মদ কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান। শিগগিরই ভারতে সেই ব্র্যান্ডের মদ লঞ্চ করতে চলেছেন তিনি। এরইমধ্যে আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তিও সই করে ফেলেছে সংস্থাটি।

তবে নতুন এই ব্যবসা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।

সূত্র : সংবাদপ্রতিদিন

জেডএস

Link copied