Rukmini Maitra : সত্যবতী হওয়ার ট্রোল নিয়ে যা বললেন রুক্মিণী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ মে ২০২৩, ১২:২২ পিএম


Rukmini Maitra : সত্যবতী হওয়ার ট্রোল নিয়ে যা বললেন রুক্মিণী

দেবের ব্যোমকেশ সিনেমায় ‘সত্যবতী’ হচ্ছেন রুক্মিণী মৈত্র। এই খবর প্রকাশের পরেই তাকে নিয়ে চলছে ট্রোল। দেব-রুক্মিণীর সোশ্যাল মিডিয়া পোস্টে গিয়ে আক্রমণ করছেন নেটিজেনরা। 

ট্রোলের কারণে মানসিক চাপে আছেন রুক্মিণী। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, সমালোচনা নিয়ে তিনি বেশি ভাবেন না। তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় কাজটা কী করে ভালোভাবে করা যায়। ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত তাকে জানিয়েছেন প্রথমদিন থেকে সত্যবতী হিসেবে তার কথাই ভেবেছিলেন।

তবে রুক্মিণী স্বীকার করে নিলেন, ‘একটা সত্যি কথা, আমার শরদিন্দু পড়া নেই। তবে চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি। দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। মানুষের সমালোচনার কথা ভাবলে কাজই তো করতে পারব না।’

এদিকে রুক্মিণীর কাছে সত্যবতী হওয়ার আরেক বড় চ্যালেঞ্জ হল তাকে এই সিনেমায় দেখানো হবে গর্ভবতী হিসেবে। সেই প্রসঙ্গে এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে আমার চরিত্রের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল এটার লুক। এখানে আমায় অন্তঃসত্ত্বা দেখানো হবে। এর আগেও আমি চ্যাম্প ছবিতে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এটা সেই তুলনায় অনেকটাই আলাদা।’

Link copied