সাবেক স্ত্রী সামান্থার বিষয়ে মুখ খুললেন নাগা চৈতন্য

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি নাগা চৈতন্য আর সামান্থার রুথের সম্পর্কে ইতি হয়েছে আগেই। প্রায় দুই বছর হতে চলল বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দম্পতি। যে যার জীবনে নিজেদের মতো করে এগিয়েও নিয়েছেন তারা। তবু নাগা-সামান্থা প্রসঙ্গে আলোচনা বন্ধ হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক স্ত্রীকে নিয়ে মুখ খুললেন তারকা অভিনেতা নাগা চৈতন্য।
তিনি বলেন, সামান্থা অত্যন্ত ভালো মেয়ে। পৃথিবীর সব রকমের সুখ লাভের যোগ্য সে। প্রায় দুই বছর হলো আমি আর সামান্থা বিচ্ছেদের সিদ্ধান্ত নিই এবং এক বছর হলো আমাদের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়েছে। আমরা দুজনেই অতীত ভুলে এগিয়েছি। তবে অতীতের সেই অধ্যায়ের জন্য সবসময়ই আমার মনে শ্রদ্ধা থাকবে।
তেলেগু তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুকে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। দুজনের গাঁটছড়া বাঁধায় যতটা খুশি হয়েছিলেন ভক্তরা তেমনই দুজনের বিচ্ছেদের কথায় মন ভেঙেছিল তাদের। বেশ কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাগা-সামান্থা। তার কিছু বছর পর ২০২১ নাগাদ সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন তারা।
সম্প্রতি শোনা যাচ্ছে, নাগা চৈতন্যের জীবনে এসেছে নতুন নারী। এদিকে একাধিক কাজের মাঝে ব্যস্ত থাকা সামান্থার মনে রয়ে গেছে পুরনো স্মৃতি।
ওএফ