জানা গেল পরিণীতি-রাঘবের বিয়ের তারিখ

বলিউডে বিয়ের সানাই। এই মুহূর্তে যাদের বিয়ের খবর ছয়লাপ, তারা পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর অনামিকায় রুপালি আংটির ঝলকও দেখা গিয়েছিল। এবার রাঘবের হাতেও দেখা মিলল সেই আংটির।
গত রোববার (৭ মে) বান্দ্রায় ডিনার ডেটে একসঙ্গে দেখা গিয়েছিল এই চর্চিত যুগলকে। এবার একেবারে রাঘবের সঙ্গেই দিল্লি পৌঁছালেন পরিণীতি। দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলছে কয়েক মাস ধরেই। তখন থেকেই কানাঘুষো, খুব শিগগিরিই নাকি গাঁটছাড়া বাঁধতে চলেছেন তারা। তবে এবার সামনে এল তারিখ।
সোমবার (৮ মে) সকালেই মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন রাঘব-পরিণীতি। লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতা, চোখে চশমা পরে নজর কাড়লেন পরিণীতি। অন্য দিকে কালো শার্ট, প্যান্টে রাঘবও নায়িকা বান্ধবীর তুলনায় কম নন।
শোনা যাচ্ছে, শনিবার (১৩ মে) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি। দিল্লিতেই নাকি বসবে বিয়ের আসর। অবশ্য পরিণীতি কিংবা রাঘব, কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
দিন কয়েক আগেই মোহালির গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন চর্চিত যুগল। আইপিএলে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে গ্যালারিতে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। সেই সময় বলিউড অভিনেত্রীকে নতুন নামে সম্বোধন করে ফেলেছেন আলোকচিত্রীরা। তাদের ‘ভাবি’ ডাকে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী। ‘পরিণীতি ভাবি জিন্দাবাদ’ শুনে একগাল হেসেও ফেলেন তিনি। এবার দেখার চলতি মাসেই কি মিসেস চাড্ডা হন পরিণীতি নাকি আনুষ্ঠানিকভাবে বাগদান সারবেন যুগল!
কেএ