এবার নতুন এক গোয়েন্দার চরিত্রে আবীর

ব্যোমকেশ চরিত্রে আবীর চট্টোপাধ্যায় দারুণ সফল। এবার তাকে দেখা যাবে নতুন এক গোয়েন্দার চরিত্রে।
রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে তৈরি সিনেমাতে দেখা যাবে আবীরকে। চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়। সিনেমার পরিচালক দেবালয় ভট্টাচার্য।
বাংলা সিনেমার পরিচালকদের কাছে গোয়েন্দা হিসাবে আবীর যে পছন্দের তালিকায় উপরের দিকে তার প্রমাণ আগেও মিলেছে। তবে এবার আর কোনো বাঙালির আবেগের গোয়েন্দা চরিত্র নয়। মুখে চুরুটের বদলে বন্দুক ও টর্চ হাতে দেখা যাবে আবীরকে।
এনএফ