উর্বশীকে ঐশ্বরিয়া ভেবে বসলেন আলোকচিত্রীরা

প্রতিবারের মতো এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সরব উপস্থিতি একাধিক ভারতীয় তারকার। তাদের মধ্যে অন্যতম উর্বশী রউতেলা।
উৎসবের প্রথম দিন গোলাপি গাউনে সেজেছিলেন উর্বশী। গলায় পরেছিলেন সরীসৃপের আদলে তৈরি গয়না। যা নিয়ে আলোচনা কম হয়নি। দ্বিতীয় দিনে কমলা রঙের একটি গাউন পরে কানের লাল গালিচায় এসেছিলেন তিনি।
তবে এদিন উর্বশীকে চিনতে পারেননি সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। তাকে অন্য এক তারকা ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা। আর সেই তারকা হলেন ঐশ্বরিয়া। উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়া নামে ডেকে বসলেন আলোকচিত্রীরা।
— Aishwarya Rai (@My_AishwaryaRai) May 17, 2023
আলোকচিত্রীদের এই ভুলে এত টুকুও রাগ করেননি উর্বশী নিজে। বরং ঐশ্বরিয়া ডাক শুনে হেসেও ফেলেছেন তিনি।
এনএফ