হন্যে হয়ে পাত্রী খুঁজছেন রুদ্রনীল!

টলিউডে একের পর এক কাজ করে যাচ্ছেন রুদ্রনীল ঘোষ। তার ছবি ‘আবার বিবাহ অভিযান’ এখন সবার নজরে। শিগগিরই মুক্তি পেতে চলেছে এ ছবি। তারই মধ্যে এবার নতুন গুঞ্জন।
রুদ্রনীল ঘোষ নাকি বিয়ে করতে চলেছেন? এ কথা শোনা মাত্রই হয়ত প্রশ্ন করতে পারেন, এ বয়সে এসে বিয়ের সিদ্ধান্ত? আসলে তা নয়। নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। সেখানেই এমন পরিস্থিতিতে দেখা যাবে তাকে।
নতুন এই সিরিজে দেখা যাবে, একপ্রকার চাপে পড়ে স্থির করেন বিয়ে করবেন। বাড়ির চাপে তাকে বিয়ে করতে হবে? কিন্তু পাত্রী!
রুদ্রনীল ঘোষ গল্পের অন্যতম চরিত্র। তিনি প্রথম থেকেই ঘরোয়া জীবনযাপন পছন্দ করে থাকেন। তাই জীবনে সেভাবে কোনো নারী আসেনি। এবার সেই রুদ্রনীলই বাড়ির চাপে পড়ে বিয়ে করতে মাঠে নামলেন। হন্যে হয়ে খুঁজছেন পাত্রী। পৌঁছে গেলেন ঘটকের কাছেও।
/এসএসএইচ/