মধ্যবিত্ত পরিবারের চিরচেনা গল্প ‘বুকপকেটে জীবন’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ মে ২০২৩, ০৫:২৭ পিএম


মধ্যবিত্ত পরিবারের চিরচেনা গল্প ‘বুকপকেটে জীবন’

‘বুকপকেটে জীবন’, নামের মাঝেই মধ্যবিত্ত পরিবারের চিরচেনা গল্পের আভাস। জীবন সংগ্রামের ভিন্ন এক আহ্বান। প্রতিদিন সকাল-রাতে ডাইনিং টেবিলে একত্রিত হয় পরিবারের সবাই। তাদের আলোচনায় তানভীরের চাকরি, তানিনের বিয়ে, অফিসের বেতন না হওয়া, সংসার খরচ কমানোর মতো হাজারো কথা।

গল্পের মূল চরিত্র পত্রিকার ফটোসাংবাদিক আবু রায়হান মধ্যবিত্ত পরিবারের কর্তা ব্যক্তির আদর্শ রূপ। সংসারে টাকা বাঁচানোর বিচিত্র কৌশল তার জানা। তার স্ত্রী হামেদা বেগমের রান্না ঘরের বাইরে কোন জীবন নেই। তবে তাদের ছেলে তানভীর অথবা তানিন স্বপ্নবিলাসী! এক দিন বাস্তবতায় ছন্দপতন হয় আবু রায়হানের পরিবারে। তবুও জীবন চলে জীবনের নিয়মে। কিন্তু কীভাবে? সে প্রশ্নের উত্তর মিলবে ‘বুকপকেটে জীবন’ টেলিফিল্মে।

এই টেলিফিল্মে আবু রায়হান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি জানান, ‘বুকপকেটে জীবন’ আমাদের চেনাজানা গল্প। তবে গল্প বলায় নতুনত্ব আছে। গল্পের নানা মুহূর্ত প্রশ্নবিদ্ধ করবে এ সময়কে।

তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার কথায়, “মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক যুবকের চরিত্রের অভিনয় করে অন্য জীবনের এক গন্ধ পেয়েছি! জীবনকে যেন কাছ থেকে দেখা হয়েছে। আমি আশা করছি মধ্যবিত্ত পরিবারের সব বড় সন্তান তার নিজের জীবন খুঁজে পাবে ‘বুকপকেটে জীবনে।”

‘বুকপকেটে জীবন’ নাটকের একটি দৃশ্যে তারিক আনাম খান ও শেলী আহসান
‘বুকপকেটে জীবন’ নাটকের একটি দৃশ্যে তারিক আনাম খান ও শেলী আহসান

আহমেদ তাওকীরের গল্প এবং চিত্রনাট্যে টেলফিল্মটি নির্মাণ করেছেন অনন্য ইমন। টেলিফিল্মটি নিয়ে ইমন বলেন, “আমি সেই গল্পই বলতে চাই যা সবাইকে ছুঁয়ে যাবে। ‘বুকপকেটে জীবন’ নামের মাঝেই কিন্তু অন্য এক গল্পের আভাস মেলে। আশা করছি দর্শক তাদের জীবনের ছায়া খুঁজে পাবে আমার এই কাজটিতে।”

টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, শাহরিয়ার নেয়াজ জনি, অলঙ্কার চৌধুরী, শেলী আহসানসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে টেলিফিল্মটির শুটিং। আসছে ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে ‘বুকপকেটে জীবন’।

কেএইচটি

Link copied