অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন কৈলাস খের

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৬ মে ২০২৩, ০১:১১ পিএম


অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন কৈলাস খের

সঙ্গীতশিল্পী কৈলাস খের একটি গানের অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারিয়ে বসলেন। মঞ্চে উঠতেই উদ্যোক্তাদের তুলোধনা করেন তিনি। 

২৫ মে থেকে লখনউতে শুরু হয়েছে এই ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ যা শেষ হবে আগামী ৩ জুন। এখনও পর্যন্ত ভারতের সব থেকে বড় খেলা সংক্রান্ত অনুষ্ঠান এই ‘খেলো ইন্ডিয়া’ বলেই প্রচার করেছেন এর আয়োজকেরা। সারা দেশের প্রায় ২০০ বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে যোগ দেন। প্রায় দশ দিন ধরে চলা এই অনুষ্ঠানে খেলাধুলোর পাশাপাশি হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই গাইতে গিয়ে রুদ্রমূর্তি ধরলেন কৈলাস।

মঞ্চে কৈলাসকে বলতে শোনা যায়, ‘‘এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, বেশি চালাকি না দেখিয়ে একটু ভদ্রতা শিখুন। কী ধরনের অনুষ্ঠান এই খেলো ইন্ডিয়া? এরা তো কাজটাই পারে না!’’ মাইকের মধ্যেই চিৎকার করতে থাকেন তিনি।

আরও একটা ভিডিওতে শোনা যায়, শিল্পী বলছেন,  যখন আমাকে অনুষ্ঠান করতে ডেকেছেন, তা হলে আগামী এক ঘণ্টা আমার। আমি আমার দর্শক ও মাতৃভূমির সম্মান করি। তবে উদ্যোক্তরা একেবারেই ভাল নয়। 

 

 

Link copied