ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, ওয়ার্নের বায়োপিকের তারকারা হাসপাতালে

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। গত বছর আচমকাই না ফেরার দেশে পাড়ি জমান। খেলাধুলার জগতে তার অবদান অবিস্মরণীয়। ক্রিকেট মাঠের বাইরে ব্যক্তিজীবন ঘিরেও থেকেছেন আলোচনায়। জড়িয়েছেন বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে।
এই ক্রিকেট মহাতারকার জীবনের আধারে বানানো হচ্ছে বায়োপিক। যেটির কাজ এখন শেষ পর্যায়ে। এতে ওয়ার্নের চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেতা অ্যালেক্স উইলিয়াম ও তার স্ত্রী সিমোন কালাহান চরিত্রে অভিনেত্রী মার্নি কেনেডি। শুটিংয়ে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান তারা। চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ ডটকম ডট এইউ’র প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
জানা গেছে, দৃশ্যটা কিছুটা এরকম ছিল, যেখানে দেখা যাবে, দুজনেই প্রচণ্ড উত্তেজিত। পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হতে হতে তারা মাটি থেকে ঝাঁপ মারবেন বিছানায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যখন ঝাঁপটি মারেন, গিয়ে পড়েন সোজা মেঝেতেই। এর ফলে মুখ এবং হাত ফেটেছে দুই তারকারই। চোখেও চোট পেয়েছেন অ্যালেক্স। শরীরের অন্যান্য অংশেও চোট রয়েছে।
তবে আঘাত বিরাট গুরুতর নয়। আপাতত হাসপাতালে ভর্তি তারা। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, খুব তাড়াতাড়িই তাদের ছেড়ে দেওয়া হবে। ফলে ছবির শুটিংয়ের কাজও বেশি দিন থেমে থাকবে না বলেই আশা নির্মাতাদের।
চলতি বছরের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার কথা। আগামী বছরে এই ছবি মুক্তি পেতে পারে। ইতোমধ্যেই এই ছবি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। অনেকেরই ধারণা ওয়ার্নের জীবনের বহু বিতর্কিত দিকই ধরা পড়বে এই ছবিতে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের একটি হোটেলে মারা যান ওয়ার্ন। তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা প্রথম বোলার তিনি। ১৪৫ টেস্টে তার উইকেটের সংখ্যা ৭০৮টি। পাশাপাশি একদিনের ক্রিকেটে ১৯৪ ম্যাচে নিয়েছেন ২৯৩ উইকেট।
কেএইচটি