দম ফেলার ফুরসত নেই পূজার

বলিউডে ও দক্ষিণ ভারতের পরিচিত মুখ পূজা হেগড়ে। সিনেমায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বেশ কিছু তেলুগু ও হিন্দি সিনেমা রয়েছে তার ঝুলিতে।
মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারম’ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু হঠাৎ জানা গেল, সেই সিনেমায় নেই পূজা। সময় মিলছিল না একেবারেই। হাতে অন্য ছবির কাজ এসে পড়েছিল।
জুন থেকে ডিসেম্বর অবধি দম ফেলার ফুরসত নেই পূজার। তার হাতে একের পর এক কাজ। চুক্তিতে সই করা হয়ে গেছে সব কয়টির। ‘গুন্টুর কারম’-এর কাজ শুরু হতে দেরি হওয়ায় মুশকিলে পড়েন তিনি।
জানা গেছে, ছবির কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় নাকি পূজার সঙ্গে সময় মিলছিল না। তাই এ সিনেমায় অভিনয় করা হচ্ছে না। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি নির্মাতারা।
তবে, নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ীই নায়িকা বদল হয়েছে। দক্ষিণের অভিনেত্রী শ্রী লীলা নাকি পূজার জায়গা নিয়েছেন। তিনিই হবেন মহেশ বাবুর নায়িকা। এছাড়াও ওই সিনেমার চিত্রনাট্যে অনেক বদল করা হয়েছে।
সূত্রের খবর, কাজের চুক্তি সই করে সেটি মাঝপথে ভেঙে বেরোতে মোটেই পছন্দ করেন না পূজা। পরিচালক ও প্রযোজকদের সঙ্গেও খুব মধুরভাবে রফা হয়নি তার শেষমেশ। সেই তিক্ততার রেশ নিয়েই অন্য কাজে ফিরে যাবেন অভিনেত্রী।
ওএফ