কালো পোশাকে উত্তাপ ছড়ালেন রিয়া

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ মার্চ ২০২১, ০৮:১৫ পিএম


কালো পোশাকে উত্তাপ ছড়ালেন রিয়া

কালো রঙের পোশাকে রিয়ার সেই ছবি

রঙের দিনে কালোতে মন মজালেন ভারতীয় অভিনেত্রী রিয়া সেন। এদিন বিকিনি পরে ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ান মুনমুন কন্যা।

ইনস্টাগ্রামে কালো রঙের খোলামেলা পোশাকে ছবি পোস্ট করলেন রিয়া। একটু ‘হটকে’ আন্দাজে হোলির শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। একটি সোফার ওপর কালো রঙের ‘অফ শোল্ডার’ বিকিনি পোশাকে আবেদনময়ী তিনি। ক্যাপশনে লিখেছেন, 'সকলকে হোলির শুভেচ্ছা। আশা করছি আপনারা আনন্দে একটি রঙিন দিন কাটাবেন’।

Dhaka Post

মাত্র ১ ঘণ্টায় ২৩ হাজারের ওপর লাইক পেয়েছে রিয়ার এই ছবি। বড় পর্দায় খুব একটা দেখা মেলে না রিয়ার। তবে নেটমাধ্যমে কী ভাবে উত্তাপ ছড়াতে হয়, সেই শিল্প ভালই রপ্ত করে ফেলেছেন তিনি। ছবি কম করলেও পর পর বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন রিয়া।

‘রাগিনি এমএমএস: রিটার্নস’, ‘পয়জন’, ‘মিসম্যাচ ২’, ‘পতি পত্নী অউর ও’-এর মতো সিরিজে দেখা গিয়েছে রিয়াকে। অতীতে ‘আবহমান’, ‘নৌকাডুবি’, ‘জাতিস্মর’-এর মতো সিনেমাও উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

আনন্দবাজার

Link copied