ছুটিতে বৃষ্টিভেজা দার্জিলিংয়ে ফ্রেমবন্দি মধুমিতা

নানা আউটফিট ও দুর্দান্ত স্টাইলে নজর কাড়তে পারদর্শী জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সময় পেলেই শ্যুটিংয়ের ফাঁকে ফটোশ্যুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নায়িকা। কাজের পাশাপাশি কখনো নিজে অথবা পরিবারের সঙ্গে বেড়াতে পছন্দ করেন তিনি।
এ মুহূর্তে দার্জিলিং ট্রিপে রয়েছেন মধুমিতা। বেড়াতে গিয়ে প্রতিটি মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

মধুমিতার ওয়েস্টার্ন লুকে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা। অনেকে আবার অভিনেত্রীর সঙ্গে চা খেতে যাওয়ারও আবেদন জানিয়েছেন। এছাড়া অন্য এক ভক্ত তার উদ্দেশে লিখেছেন, দার্জিলিং মলে মর্নিং টি খাওয়ার মজাই আলাদা।

এ মুহূর্তে বড়পর্দাসহ ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন মধুমিতা। যার মধ্যে বেশ কিছু কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়।
এফকে