যে বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

বলিউডের সহকর্মীদের নিয়ে নানা সময় নানা অভিযোগ করে বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা রানাওয়াত। আরও নানান বিতর্কের জন্য প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার এই তারকার মুখে ভিন্ন সুর! এক অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘থালাইভি’।
সেই অভিনেত্রীর নাম সানিয়া মলহোত্রা। ‘পগলৈট’ সিনেমার তার অভিনয় মুগ্ধ করেছে কঙ্গনাকে। সে কথাই গত শুক্রবার (২ এপ্রিল) টুইটের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। সানিয়ার ছবি শেয়ার করে ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, “ও খুবই ভালো। আমি খুশি যে মানুষ ওর প্রতিভাকে চিনছে। আমি শুনলাম, নেটফ্লিক্সে 'পগলৈট' খুব ভালো সাড়া পাচ্ছে। শুভেচ্ছা সানিয়া। এই সব কিছু এবং তার থেকেও বেশি তোমার পাওনা। অনেক ভালোবাসা তোমার জন্য।”

কঙ্গনা যে প্রকাশ্যে তার প্রশংসা করেছেন, এ কথা প্রথমে বিশ্বাসই করতে পারেননি সানিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সানিয়া জানান, কঙ্গনার টুইট পড়তে গিয়ে তার হাত কাঁপছিল। সানিয়া ভাবতে পারেননি কঙ্গনার প্রশংসা করবে তার। অভিনেত্রী জানিয়েছেন, শুরু থেকেই কঙ্গনা অনুপ্রাণিত করেছেন তাকে। ইন্ডাস্ট্রির ‘সিনিয়র’-এর কাছে তাই কৃতজ্ঞ তিনি।

উল্লেখ্য, বলিউডে সানিয়ার আত্মপ্রকাশ ২০১৬ সালে ‘দঙ্গল’-এর মাধ্যমে। সে সিনেমায় কুস্তিগির ববিতা কুমারীর ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। এরপর আরও ৫টি সিনেমায় অভিনয় করেন। বলিউডে পা দেওয়ার মাত্র ৫ বছরের মধ্যেই কঙ্গনার মন জয় করে ফেলেছেন সানিয়া। এই অভিনেত্রী যে লম্বা রেসের ঘোড়া হচ্ছে যাচ্ছে তা বলাই যায়।
আরআইজে