রানি-আদিত্যর সুখি দাম্পত্যের রহস্য কী?

রোম্যান্টিক কমেডি হোক আর অ্যাকশন, যে কোনো ধরনের সিনেমাতেই সাবলীল রানি মুখার্জি। নব্বইয়ের দশক থেকে চুটিয়ে কাজ করেছেন হিন্দি সিনেমায়।
২০১৪ সালে ইয়াশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছর তাদের কোলে আসে মেয়ে আদিরা। আগামী বছরই দাম্পত্য জীবনের এক দশক পূর্ণ করবেন তারা। তার আগে আদিত্যর সঙ্গে গত নয় বছরের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন রানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে রানি জানান, একঘেয়ে জীবন যাপন একেবারেই পছন্দ নয় তার। বরং, স্বামী আদিত্যকে চমকে দিতে ভালোবাসেন তিনি।
রানি বলেন, আমি আর আদিত্য দু’জনেই সিনেমা দেখতে খুব ভালোবাসি। আমাদের নিজেদের সময় কাটানোর কথা উঠলেই আমরা এখনও একসঙ্গে সিনেমা দেখতে চলে যাই। প্রতি শুক্রবার যশরাজ স্টুডিওতে আমাদের সিনেমা দেখা বাঁধা। আর বিদেশে ঘুরতে গেলে আমরা সব জায়গাতেই যাই। হাত ধরে ঘুরে বেড়াতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। তার পর সিনেমা দেখতে গেলে পিজ্জা, পপকর্ন তো রয়েছেই।
ব্যক্তিগত জীবনকে বরাবর ক্যামেরার বাইরেই রেখেছেন রানি ও আদিত্য। মেয়ে আদিরাকেও সেভাবেই বড় করেছেন তারা। তবে রানি জানান, আত্মজীবনী লিখলে তাতে হয়তো নিজের দাম্পত্য জীবন নিয়ে আরও কিছু কিছু কথা লিখবেন তিনি।
এনএফ