ছেলে সহজের কথা ভেবেই সম্পর্ক সহজ করছেন রাহুল-প্রিয়াঙ্কা

রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সম্পর্কে অবনতির কথা প্রায় সবারই জানা। তবে নানা জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। বলা যেতে পারে, এটি রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস।
এদিকে, রাহুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শহর জুড়ে বৃষ্টি। তার মধ্যেই, না কি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব...নতুন সুযোগ, আবার একসঙ্গে!’
এ প্রসঙ্গে তিনি ভারতীয় এক গণমাধ্যমে বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। আমাদের কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হলো। আমরা অনেকদিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগ সময় আমার মায়ের সঙ্গেই থাকি। আর প্রিয়াঙ্কা তার বাবা-মার সঙ্গে। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই মিলে সময় কাটাই।’
অভিনেতা যোগ করেন, ‘আমরা স্বামী-স্ত্রী ছিলাম, সেটাই আছি।’
উল্লেখ্য, রাহুল-প্রিয়াঙ্কার ২০১৮ সাল থেকেই আদালতে মামলা চলছিল। চলতি বছরের জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। এরপরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন দু’পক্ষ। যদিও এ প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
এফকে