ভক্তদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা : দর্শন রাভাল

ভক্তদের ভালোবাসাই তার মূল অনুপ্রেরণা বলে জানিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভাল।
তিনি বলেন, ভক্তদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করে। যখন ক্যারিয়ার শুরু করি, তখন তো এতো লোক আমাকে চিনতেন না। পরে ধীরে ধীরে সবাই চিনতে লাগলো, সবার ভালোবাসা পেতে থাকলাম। এই ভালোবাসাটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের হোটেল আমারিতে আয়োজিত লেটস ভাইব উইথ দর্শন রাভাল শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি
দর্শন রাভাল বলেন, কালকে গাওয়া প্রত্যেকটা গানই স্পেশাল ও সবগুলোই গাওয়া হবে আমার ভক্ত ও শ্রোতাদের উদ্দেশ্যে। কাল আমি দুই ঘণ্টা গান গাইবো, তবে দর্শকরা অনুরোধ করলে সময় বাড়তেও পারে।
গায়ক নাকি অভিনেতা, কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই গায়ক। কারণ অভিনয়টা হয়তো মিউজিক ভিডিও বা অন্যান্য ক্ষেত্রে করা হয়। কিন্তু মূলত আমি গায়ক।
এসময় বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি, পাশাপাশি দেশীয় খাবারগুলোও খেয়ে দেখতে চান।
আগামীকাল ১৪ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হলে লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা কনসার্টে অংশ নেবেন ভারতীয় এ শিল্পী। কনসার্টের আয়োজন করেছে টোয়েন্টি-২ ইভেন্টস লিমিটেড।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে কনসার্টের অধিকাংশ টিকিট বিক্রয় হয়ে গেছে। বাকি থাকা টিকিটগুলো মিলবে www.tickify.live ওয়েবসাইটে।
ওএফএ/এমএসএ