ছেলের উদ্দেশে ‘চিরকুট’ মাহিয়া মাহির

চলতি বছরের মার্চ মাসে প্রথম সন্তানের মা হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ছেলের নাম রাখেন মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি।
এই নায়িকা লিখেছেন- বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে তখন তুমি নিশ্চই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো?
আরও পড়ুন- আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি
আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন,আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরনীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।

এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতি বছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।
এনএইচ