ফের আসছে ‘কফি উইথ করণ’, থাকছেন শাহরুখ?

বলিউডে বিভিন্ন বিতর্ক তুঙ্গে দিতে ‘কফি উইথ করণ’ই যথেষ্ট। আবারও আসছে করণ জোহরের সেই শো। সামাজিক মাধ্যমে নতুন শোয়ের আগাম ঝলক দিয়েছেন করণ নিজেই। সেই ঝলকে নিজেই, নিজের শো নিয়ে রসিকতা করেন। ক্রিকেটার কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার বিতর্কিত শোর প্রসঙ্গ তুলে করণ জানান, তার শোতে কোনও দিন আর ক্রিকেটার আসবে না।
এদিকে গত সিজনে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেননি বলিউড বাদশা শাহরুখ খানকে। তবে এবার কফি উইথ করণে আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান। আগামী আগস্ট মাস থেকে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন করণ। আর কফি উইথ করণের অষ্টম সিজনের প্রথম এপিসোডেই থাকছেন শাহরুখ খান। এছাড়া থাকবেন শাহরুখ পুত্র আরিয়ান খান।
আরও পড়ুন
বলিউড সূত্রে এ তথ্য জানা গেছে আগামী ২৬ অক্টোবর থেকে ডিজনি হটস্টারে শুরু হচ্ছে এই শো। করণের তেঁতো প্রশ্ন আর কাপে ঢালা কড়া কফি আসর জমাবেন শাহরুখ।
এমএসএ