খলনায়িকা হয়ে ফিরলেন ‘লক্ষ্মীকাকিমা’র বৌমা

‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়াল শেষ হওয়ার পর অভিনেত্রী শার্লি মোদককে পর্দায় আর দেখেননি দর্শক। তবে আবার ছোট পর্দায় ফিরলেন অভিনেত্রী। ‘ফুলকি’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে শার্লিকে। টলিপাড়ায় নায়িকা হিসাবেই যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী।
আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন? এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন অভিষেক বসুকে। তার চরিত্রের নাম রোহিত। অন্য দিকে ফুলকি হিসাবে দর্শক দেখছেন নবাগতা দিব্যাণী মণ্ডলকে। এই গল্পে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীর চরিত্রে অভিনয় করছেন শার্লি। রোহিতের বর্তমান স্ত্রী ফুলকি। ফলে যথারীতি তৈরি হয়েছে এক জটিলতা। এত বছর ধরে নায়িকার চরিত্রে অভিনয়ের পর কেন খলনায়িকার চরিত্র বেছে নিলেন শার্লি?
তিনি বলেন, সত্যি কথা বলতে এই ৯ মাস আমি বাড়িতে বসেছিলাম। আসলে বাবা অসুস্থ ছিলেন। তাই ভালো কাজ করার ইচ্ছাটা আরও প্রবল হচ্ছিল। ব্যক্তিগত কারণেই এত দিন কাজ করিনি। মাঝে বেশ কিছু সুযোগ এসেছিল। আর এটা সত্যি কথা নায়িকা হিসাবে কাজ করার পর কেন এমন চরিত্রে কাজ করব, এই প্রশ্ন আমার মনেও এসেছিল। আমার ঘনিষ্ঠ অনেকের সঙ্গে আলোচনাও করেছি। সবার সঙ্গে কথা বলে বুঝলাম, ঠিকই তো, ভালো কাজ করা, অভিনয় করাটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আর এই চরিত্রে এমন কিছু স্তর আছে যা আমার কেরিয়ারের জন্য খুবই ভালো হবে। এত কিছু ভেবেই শালিনী চরিত্রটার জন্য রাজি হওয়া।
এনএফ