‘জওয়ান কৃষক-জনতার কণ্ঠস্বর’, হাটে হাঁড়ি ভাঙলেন শাহরুখ

দীর্ঘ তিন দশকের রূপালি পর্দার ক্যারিয়ারে প্রথমবারের মতো বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হলেন কিং খান। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মরচে ধরা সিস্টেমকে। সেই সিনেমা যখন ১১শ কোটির গণ্ডি ছুঁই ছুঁই, তখন জনসমক্ষেই হাঁড়ি ভাঙলেন শাহরুখ খান। বক্স অফিসে এমন গগনচুম্বী সাফল্য উদযাপনে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে ‘জওয়ান’ তৈরির উদ্দেশ নিয়ে কথা বলেন বলিউড সুপারস্টার।
শাহরুখ বলেন, জনতার কণ্ঠস্বরকে আসলে তুলে ধরাই ‘জওয়ান’-এর মূল উদ্দেশ্য ছিল। যে কথাগুলো আমরা ঘরে বলি। বন্ধুদের সঙ্গে আলোচনা করি। সেই বিষয়গুলোকেই সিনেমার মোড়কে ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। রংচঙে করে মানুষকে বোঝাতে চেয়েছি যে, এই ছবি আপনাদের নিয়ে। আমাদের সকলের কথা। আমরা শুধু এটাই বলছি যে, এই ছবিটা কৃষক-জনতার।
‘জওয়ান’ ছবির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছেন কিং খান—“দোকানে চাল-ডাল কিনতে গেলে ভালো না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কী তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।”
একেকটা প্লটে কখনও নিজ দেশের অর্থনৈতিক কেলেঙ্কারি, কখনও অস্ত্র দুর্নীতি আবার কখনও বা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরেছে ‘জওয়ান’। নেপথ্যের কারিগর নিশ্চই পরিচালক অ্যাটলি। তবে শাহরুখের দৌলতেই এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন আমজনতার কাছে।
এর আগে সিনেপর্দায় সমাজদর্শনের পাঠ পড়িয়েছেন কিং খান, কিন্তু দর্শক-অনুরাগীদের রাজনৈতিক চেতনাকে এভাবে নাড়া দেননি। এবার দিলেন। ‘জওয়ান’ এর প্রতিটা প্লটে প্লটে সিস্টেমের মেরুদণ্ড কতটা মজবুত পরখ করে দেখার জন্য টোকা দিলেন!
এমএসএ