স্যান্ডউইচ খেয়ে ফুড পয়োজিংয়ের কবলে শেহনাজ

‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমা মুক্তির পর প্রচারণায় নেমেছিলেন শেহনাজ গিল। এসময় ফুড পয়োজিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা নিয়ে সেরে উঠছেন তিনি।
এর আগে, হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে লাইভ করেন শেহনাজ। তার লাইভ সেশনের একটি ভিডিও অনলাইনে শেয়ার করেছেন ভক্তরা।
হাসপাতালের পোশাক পরে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বলেন, সবার সময় আসে ও যায়। এটি আমার ক্ষেত্রেও ঘটেছে। এটি আবার আসবে। বন্ধুরা, আমি এখন ভালো আছি। একটি স্যান্ডউইচ ভাল ছিল না, তাই আমার খাদ্য সংক্রমণ হয়েছে।
সেই লাইভের কমেন্টে শেহনাজের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। একজন ভক্ত লিখেছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠুন... নিজের যত্ন নিন। আরেকজন মন্তব্য করেছেন, তু শেরনি হ্যায় হামারি। তার লাইভ সেশনে মন্তব্য করেন অনিল কাপুরও।
এদিকে, অসুস্থ শেহনাজকে হাসপাতালে দেখতে যান রিয়া কাপুর। পরে শেহনাজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসেন তিনি।
থ্যাঙ্ক ইউ ফর কামিং সিনেমায় রুশি কালরার চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। ৩০-এর দশকের একজন অবিবাহিত নারী এবং সত্যিকারের ভালবাসা অনুসন্ধানের গল্প। রাধিকা আনন্দ ও প্রশস্তি সিংয়ের লেখা গল্প থেকে সিনেমাটি পরিচালনা করেছেন করণ বুলানি।
কেএ