গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিলেন, কীভাবে বাঁচলেন ‘জওয়ান’র অভিনেত্রী?

থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ‘জওয়ান’ এর অভিনেত্রী আলিয়া কুরেশি। শাহরুখ খানের প্রমীলা বাহিনীতে জাহ্নবীর চরিত্রে দেখা গেছে তাকে। ছবির তুমুল সাফল্যের পর বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি। বেঁচে ফিরে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আলিয়া।
জানা গেছে, সকালে থাইল্যান্ডের একটি মলে বেড়াতে গিয়ে গোলাগুলির মধ্যে পড়ে যান আলিয়া ও তার বান্ধবী। কী হয়েছিল সে দিন মলে?
আলিয়া বলেন, ‘অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল সে দিনটা। কুকুরের সঙ্গে খেলি সকালে। তার পর একটি মলে ঢুকি। যত সমস্যা শুরু হয় তখন থেকেই। আমরা যে মলে ঢুকেছিলাম, তাতে হঠাৎই গুলিবর্ষণ শুরু হয়। কিছুই বুঝে উঠতে পারিনি প্রথমে। হন্তদন্ত হয়ে এ দিক-ও দিক ছোটাছুটি করতে শুরু করে দিই আমরা। মলের চলমান সিঁড়ি দিয়ে ওঠার সময় কেউ ‘শুটার’ বলে চিৎকার করে ওঠেন। নীচে নামার সময় তিনটে গুলির আওয়াজ পাই। প্রায় চোখের সামনে দু’জনকে মেরে দেয় আততীয়রা। আরও বেশি ছোটাছুটি করতে শুরু করে দিই। কোনও মতে মলের বাইরে বেরিয়ে দেখি, বৃষ্টি পড়ছে। সকলে একেবারে ভিজে যাই। সেই বৃষ্টিতেই আমরা পালাতে থাকি। খুঁজতে থাকি টুকটুক (থাইল্যান্ডের তিন চাকার ট্যাক্সি)। অনেক খোঁজার পর টুকটুক এসে দাঁড়ায়। তাতে চেপেই গন্তব্যের দিকে রওনা দিই।’
আরও পড়ুন
তবে ওই পরিস্থিতির মধ্যে থেকে তিনি ও তার বন্ধু জীবিত ফিরতে পেরেছেন, তার জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলিয়া।
অভিনেত্রী বলেন, ‘সে দিন পাঁচ মিনিট আগে পৌঁছলে হয়তো গুলি গায়ে লাগতে পারত। স্রষ্টাই আমাদের রক্ষা করছেন।’
এমএসএ