এবার আসছে বর্ডার ২, কত দর হাঁকছেন সানি

চলতি বছর মুক্তি পাওয়া সানি দেওলের ‘গদর ২’ তুমুল সফল হয়েছে। দেড় সপ্তাহেই ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলে এই সিনেমা। এরপর সানিকে নিয়ে অন্যান্য হিট সিনেমারও সিক্যুয়েল তৈরি করতে উঠেপড়ে লেগেছেন বলিউডের ছবি নির্মাতারা।
শোনা যাচ্ছে ‘বর্ডার ২’ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এতেও কাজ করতে পারেন সানি দেওল। ‘গদর ২’-এর সাফল্য যেন অভিনেতার কেরিয়ারের ইউ টার্ন নিয়েছে। রাতারাতি দর বেড়েছে তার। এ বার ‘বর্ডার ২’ সিনেমার জন্য নাকি বিপুল টাকা পারিশ্রমিক চাইছেন অভিনেতা!
এর জন্য সায়ও দিয়েছেন সানি। এই সিনেমার জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন অভিনেতা। শুধু তা-ই নয়, সিনেমা থেকে যে লাভ হবে তাতে লভ্যাংশও পাবেন তিনি।
সানি নিজে থেকে কিছু না বললেও নির্মাতারা নিজে থেকেই এই অর্থ তাকে দিতে রাজি। সানির উপস্থিতি এই সিনেমার গুরুত্ব বাড়িয়ে দেবে বলেই তাদের ধারণা।
এনএফ