দুই মাসের সাজা অভিনেতা দালিপ তাহিলের, কোন অপরাধে?

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গপূজা। আর এই উৎসবের আবহেই শাস্তির মুখে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দালিপ তাহিল। দুই মাস জেলে থাকতে হবে অভিনেতাকে।
মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে এ সাজা দেয়। তবে কোন অপরাধে এই বয়সে হাজতবাসের সাজা হলো তার?
ঘটনাটি ঘটে ২০১৮ সালে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন দালিপ তাহিল। তার গাড়ির সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। তাতেই শুরু হয় বচসা। অটোযাত্রীদের কটূক্তি আর গালাগাল করারও অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন দুই যাত্রী।
নিজেদের অভিযোগে যাত্রীরা জানান, দুর্ঘটনায় তাদের আঘাত লেগেছিল। সেই অবস্থাতেই দালিপ গালিগালাজ করতে থাকেন। ধাক্কাও দেন। পাঁচ বছর পুরোনো সেই মামলায় রায় উৎসবের আবহেই দিলেন বিচারক। অভিনেতাকে দু’মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এখনও দালিপ কোনো প্রতিক্রিয়া দেননি।
‘বাজিগর’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘রক অন’, ‘রা.ওয়ান’, ‘ভাগ মিলখা ভাগ’-সহ ১০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দলিপ তাহিল। খলনায়ক হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে। শেষবার ‘হিট দ্য ফার্স্ট কেস’ সিনেমায় দেখা গিয়েছিল সত্তর বছরের অভিনেতাকে।
এমএ