প্রসেনজিৎ-জয়ার ‘দশম অবতার’ ৫ দিনে কত আয় করল?

মাত্র পাঁচদিনেই বক্স অফিসে বাজিমাত করল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘দশম অবতার’। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, মাত্র পাঁচ দিনে সৃজিতের এই ছবি ব্যবসা করেছে ৩ কোটিরও বেশি। ট্রেন্ড বলছে, এই ছবি আগামী দিনেও রেকর্ড ব্যবসা করবে।
‘২২ শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ দুই পুলিশি সিনেমাকে মিলিয়েই নাকি এবার এটি তৈরি করেছেন সৃজিত। ট্রেলার প্রকাশ পাওয়া পর থেকেই সিনেপ্রেমীদের মনে উৎসাহ জন্মেছিল। ছবি মুক্তির পর যে সেই উৎসাহ আরও বেড়েছে তার প্রমাণ বক্স অফিসের রিপোর্টেই।
গত ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়। তিন দিনের মাথায় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ জানায়, তিন দিনে সিনেমাটি আয় করেছে ২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
প্রসঙ্গত, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ‘বাঘাযতীন’কেও টেক্কা দিয়েছিল ‘দশম অবতার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের উন্মাদনা থাকবে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। এমনকি অগ্রিম বুকিংয়ের মার্কশিটে বলিউড ছবি ‘গণপত’কেও হারিয়ে দিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। রিলিজের আগেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। যা কিনা টলিউডের ইতিহাসে রেকর্ড বলেই ধরা হচ্ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন
জেডএস