কালজয়ী গান নিয়ে ওরা ১১ জন

অডিও শুনুন
দেশের স্বনামধন্য ১১ শিল্পীর গাওয়া ১১টি কালজয়ী গান নিয়ে আসছে ‘স্বপ্নধরা স্টুডিও’। স্বপ্নধরার ব্যানারে হাউসফুল এন্টারটেমেন্টের আয়োজনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, শফি মণ্ডল, রুমানা রশীদ ঈশিতা, মিলন মাহমুদ, সন্দীপন দাস, লিজা, বিউটি, কেয়া রহমান, লায়লা, পুষ্পিতা এবং আর জে রাজু।
সম্প্রতি ঢাকার একটি শুটিং হাউসে শেষ হয়েছে ‘স্বপ্নধরা স্টুডিও’র ভিডিও ধারণের কাজ। সজীব দাসের আয়োজনে গানগুলো নতুন করে রেকর্ড করা হয়। আর এই আয়োজনের মূল পরিকল্পনা এবং ভিডিও পরিচালনায় রয়েছেন দেশের জনপ্রিয় আরজে ও সংগীতশিল্পী রাইসুল ইসলাম রাজু।

রাজু বলেন, ‘এটি আমার ড্রিম প্রোজেক্ট। বহুদিন ধরে এটা নিয়ে কাজ করেছি। কালজয়ী এই গানগুলোকে মানুষের কাছে নতুন করে উপস্থাপন করতেই আমাদের এই উদ্যোগ। মূল গানের কথা-সুর ঠিক রেখেই আমরা কাজটি করছি। শিগগিরই গানগুলো ইউটিউবে ‘হাউজফুল এন্টারটেইমেন্ট’ চ্যানেলে অবমুক্ত করা হবে।’
ফাহমিদা নবী বলেন, ‘রাজুকে আমি চিনি বহুদিন থেকে। ওর এই পরিকল্পনাটা সত্যি অসাধারণ হয়েছে। আমার খুবই ভালো লেগেছে কাজটি করে। আশা করি শ্রোতারাও পছন্দ করবেন।’
আরআইজে