জন্মদিনে শাহরুখকে দেখতে গিয়ে মোবাইল হারালেন ১৭ জন!

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান ৫৮ বছরে পা দিয়েছেন। প্রিয় অভিনেতার জন্মদিন পালন করতে, শুভেচ্ছা জানাতে বুধবার মাঝরাতে তার বাড়ি মান্নাতের সামনে পৌঁছে যান ভক্তরা।
কারও হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ফুল। আরব সাগরের গর্জনকে ছাপিয়ে যায় সেই ভক্তদের উচ্ছ্বাস। রাত-বিরাতে বলিউড সুপারস্টারের বাড়ির বাইরে এমন ভিড় সামাল দিতে বেগ পেতে হয় মুম্বাই পুলিশকেও।
আর সেই সুযোগ নিলো পকেটমার! প্রিয় অভিনেতার জন্মদিনে তাকে একনজর দেখতে গিয়ে মাশুল গুনতে হয়েছে ১৭ জন ভক্তকে। ভিড়ে ঠাসা জমায়েতের মধ্যেই খোয়া গেছে মোবাইল।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবর বলা হয়, দেশটির জাতীয় দৈনিকের এক ক্যামেরা পার্সন প্রথমে স্থানীয় বান্দ্রা পুলিশ স্টেশনে মোবাইল হারানোর অভিযোগ জানাতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তার মতো আরও অনেক ভক্তই এমন পকেটমারের শিকার!
আরও পড়ুন
ফোন উধাও এর ঘটনা এক এক করে অন্তত ১০টি হয়। পরে মুম্বাইয়ের প্যারেলের বাসিন্দা এক যুবকও থানায় অভিযোগ জানাতে যান। তখনই জানা যায়, সব মিলিয়ে মোট ১৭ জনের মোবাইল খোয়া গেছে। পুলিশ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে।
২ নভেম্বর শাহরুখ অনুরাগীদের কাছে উৎসবের মতোই। প্রতি বছর এই দিনে মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা।
অপরদিকে শাহরুখের জন্মদিনে আরেকটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। নিরাপত্তার জন্য ‘মান্নত’-এর বাইরে ভিড় সরাতে লাঠিচার্জ করেছে মুম্বাই পুলিশ। যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এমএসএ