‘রণলিয়া’র ঘরে আসছে নতুন অতিথি?

একমাত্র কন্যা রাহার এক বছর পূর্ণ হতেই দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা করেছেন ‘রণলিয়া’ জুটি। এই জল্পনা আরো উসকে দিয়েছেন রাহার পিসি কারিনা কপুর খান।
বিয়ের বছর পার হবার আগেই গত নভেম্বরে রণবীর-আলিয়ার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। চলতি বছরের এপ্রিলে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীও পালন করেছেন ‘রণলিয়া’।
নভেম্বরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের নিয়ে মেয়ে রাহা কপুরের প্রথম জন্মদিন পালন করেন তারা। এবার দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর শোতে আসেন ননদ-বৌদি জুটি কারিনা-আলিয়া। করণ জোহরের অনুষ্ঠানে নিয়মিত অতিথি কারিনা। অষ্টম সিজনও তার ব্যতিক্রম নয়। চলতি সিজনে আলিয়া ভাটের সঙ্গে কফির আড্ডায় দেখা যায় করিনাকে।
সেখানেই রণবীর-আলিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন এই অভিনেত্রী। করণের শোতে এসে বরাবরই খোলামেলা আড্ডা দিয়েছেন বেবো। এ বারও তার অন্যথা হয়নি। মেয়ে রাহার প্রসঙ্গ উঠতে আলিয়া বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে মেয়েকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাবো সেই নিয়ে ঝামেলা।
সঙ্গে সঙ্গেই ফোড়ন কেটে করিনা বলেন, ‘এক কাজ করো, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দু’জনের দুটো সন্তান থাকবে। ননদের কথা একেবারে ফেলে দিয়েছেন এমনটা নয়, বরং খানিক লাজুক হাসেন আলিয়া। তলে তলে তারা এমনই পরিকল্পনা করছেন, মুখের হাসি কি তা-ই বলছে?
এমএসএ