এক ঘণ্টার প্রস্তুতিতে পুতুলের বিয়ে

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ এপ্রিল ২০২১, ১১:৪২ এএম


এক ঘণ্টার প্রস্তুতিতে পুতুলের বিয়ে

বিয়ে করলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। স্বামী তার দীর্ঘদিনের বন্ধু সৈয়দ রেজা আলী। সুখবরটি এই ‘ক্লোজআপ ওয়ান’ তারকা নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। 

পুতুল তার বিয়ের খবর জানিয়ে লেখেন, ‘বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি বড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা পরিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনও কারণ ছিল না।’

স্বামীর সম্পর্কে জানাতে দিয়ে পুতুল লেখেন, ‘সৈয়দ রেজা আলী আমার গানবন্ধু বহু দিনের। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে। আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।’

Dhaka Post
বিয়ের পর দুই পরিবারের সঙ্গে পুতুল ও সৈয়দ রেজা আলী

এছাড়াও পুতুল লেখেন, ‘শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেওয়ার মতো বলিষ্ঠ পথিক যেন হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেন একইরকম সুরেলা থাকে, যেন ছন্দ না কাটে। যেন সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সঙ্গীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেন সত্যি হয়।’

প্রসঙ্গত, পুতুলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৯ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন। দাম্পত্য জীবনের ২ বছরের মাথায় সেই সংসার ভেঙে যায় তার। চলতি বছরের মার্চ মাসেই ডিভোর্সের খবর জানিয়ে দিয়েছিলেন এই শিল্পী।  

এমআরএম

Link copied