স্কোয়াড্রন লিডার প্যাটির সঙ্গে পরিচয় করালেন ‘ফাইটার’ হৃতিক!

আসছে বছরে ৫০-এ পা দেবেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। ২০২৪ সালে ভক্তদের জন্য তার সবচেয়ে বড় উপহার ‘ফাইটার’। বিক্রম বেদা সেভাবে সাড়া ফেলেনি, ব্যর্থতা পেছনে ফেলে এবার বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার তিনি।
চলতি বছরের শেষ দিকে ‘ফাইটার’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা। এবার নিজের চরিত্রের সঙ্গে ভক্তদের পরিচয় করালেন। স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটি হয়ে সামনে এলেন হৃতিক। পরনে সেনার পোশাক, পড়ন্ত রোদ ঝলমল করছে হ্যান্ডসাম বিমানবাহিনীর কর্মকর্তা শামশেরের মুখে। তার চোখের দৃঢ় চাহনি শিহরন জাগাবে। চোখ থেকে সদ্য সানগ্লাস খুলেছেন, ছবির প্রেক্ষাপট একেবারে ঝাপসা।
ইনস্টাগ্রামে হৃতিকের ওই পোস্টে কমেন্টের বন্যা। নায়কের ঘনিষ্ঠ বন্ধু ফারহান লেখেন, ‘ভীষণ তীক্ষ্ণ দেখাচ্ছে’। ইউটিউবার আশিস চাঁচলানির মন্তব্য, ‘হৃতিক স্যার নিজের জ-লাইন দিয়ে আমার হাতের শিরাই কেটে দিন!’ হৃতিকের প্রেমিক সাবা আজাদ লেখেন, ‘গো প্যাটি!!!’ অভিনেতার প্রাক্তন শ্যালক জায়েদ খানের মন্তব্য, ‘এক নম্বর, অসাধারণ’।
আরও পড়ুন
ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে এ ছবি। গত তিন বছর ধরে ভক্তরা অপেক্ষায় আছেন রুপালি পর্দায় প্রথমবার একসঙ্গে হৃতিক-দীপিকার রসায়ন দেখবেন বলে। ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার জুটিতে এ দুই তারকা। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ পরিচালকের সঙ্গে আগেই ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’-এর মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন হৃতিক। আবার চেনা মাঠে কাঁপাতে প্রস্তুত তিনি।
‘ফাইটার’- ছবির জন্য কঠোর ওয়ার্কআউটের পর চেহারা বদলেছেন হৃতিক। কমিয়ে ফেলেছেন ওজন। নিয়েছেন মার্শাল আর্টের প্রশিক্ষণও। জানা গেছে, ‘ফাইটার’-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে, যা আগে কখনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।
এ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। বিগ বাজেট ছবি ‘ফাইটার’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এ ছবির চিত্রনাট্য লিখছেন সাবেক সেনা কর্মকর্তা রমন চিব। ছবিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ফাইটারের ঘোষণা সেরে হৃতিক জানিয়েছিলেন, ‘দেশের থেকে বড় আর কোনো প্রেমিকা হয় না… ত্রিরঙ্গায় মোড়া কফিনের চেয়ে বেশি দামি আর কিছুই নয়’।
উল্লেখ্য, এর আগে ‘লক্ষ্য’ ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে নতুন ছবি ‘ফাইটার’।
এসএসএইচ